দুই দশকের পরিত্যক্ত কাঠামোয় তড়িঘড়ি করে হচ্ছে প্রবাসীদের জন্য হাসপাতাল
রাজধানীর গুলশান এলাকায় দুই দশক ধরে ফেলে রাখা অবকাঠামোয় ২০ শয্যার প্রবাসী কল্যাণ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে | শফিকুল ইসলাম প্রকাশ: বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫ । বণিক বার্তা। প্রবাসফেরত কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকার গুলশানে নির্মাণ হবে ২০ শয্যার একটি জেনারেল হাসপাতাল। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অর্থায়নে তৈরি হবে এটি। তবে মাস্টারপ্ল্যান অনুযায়ী এ জায়গায় নির্মাণ হওয়ার কথা ৩০০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। কিন্তু বর্তমানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ৪৯ কোটি ৯৫ লাখ টাকায় তরিঘড়ি করে আপাতত ২০ শয্যার হাসপাতাল তৈরির অনুমোদন দিয়েছে বোর্ডের পরিচালনা পরিষদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হাসপাতাল নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) প্রশাসনিক অনুমোদন দিয়েছে। কোনো বিশেষজ্ঞ কমিটি ছাড়াই বোর্ডের কর্মকর্তাদের দিয়ে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর এ ডিপিপি তৈরি করা হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ হাসপাতাল নির্মাণ করার প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞরা বলছেন, মূল মাস্টারপ্ল্যান অনুয...