পোস্টগুলি

জুলাই, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সর্বগ্রাসী অক্টোপাসের কবলে বরিশাল বিশ্ববিদ্যালয়।

ছবি
#ববিতে চলমান আন্দোলনের তুলনামূলক একটি পর্যালোচনা।  শুরুটা করেছিলেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা। পরে উপাচার্য বিরোধী আন্দোলনে নামে মুক্তিযোদ্ধারা। শেষমেষ সুশীল সমাজের অংশ গ্রহনে আন্দোলন বেগবান হল। বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড মাড়িয়ে সেই আন্দোলন গিয়ে ঠেকলো ক্যাম্পাসে।(কালের কণ্ঠ)বরিশাল  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর  ড. এস এম ইমামুল হকের অপসারণ চেয়ে ২২ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যহত রয়েছে। উল্লেখ্য,একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাকে ভিসি ভিসি বিরোধী আন্দোলন না বলে বরং অধিকার আদায়ের আন্দোলন বলব।কারন শুরুর ইসু যাই হোক এখন সব সাধারন শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেছে।তারা ভিসি অপসারণ না চাইলে ও  ২২ দফা  দাবিগুলোর  বাস্তবায়ন চাইছেন। ১।প্রথমেই যে বিষয়টি বলা দরকার তা হল,অনেকেই দাবি করছেন যে,নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা না রাখায় রাজনৈতিক নেতাদের ইন্দনে ববি ছাত্রলীগ ভিসি বিরোধী আন্দোলন শুরু করেন যেখানে প্রথম দিকে এই ২২ দফা দাবি ছিল না।তর্কের খাতিরে আপনাদের কথা না হয় মেনে নিলাম।এবার কাজের কথায় আসি,আন্দোলন শুরুর...

ঘুরে আসুন ভাসমান পেয়ারা বাজার।

ছবি
এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা (Guava) বাগান গড়ে উঠেছে তিন জেলা ঝালকাঠি বরিশাল পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায়। জেলা সমূহের ২৬ গ্রামের প্রায় ৩১ হাজার একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান। এ সব জায়গার প্রায় ২০ হাজার পরিবার সরাসরি পেয়ারা চাষের সঙ্গে জড়িত৷ এছাড়া বরিশালের বানারিপাড়া উপজেলাও পেয়ারা চাষের জন্য বিখ্যাত৷ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার ভিমরুলি ভাসমান হাট (Vimruli Floating Market)৷ এ হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরো পায় পেয়ারার মৌসুমে৷ ঝালকাঠী (Jhalokathi) জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলি গ্রামের আঁকাবাঁকা ছোট্ট খালজুড়ে সপ্তাহের প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা । পেয়ারা বোঝাই শত শত নৌকা। বিক্রেতারা এখানকার খালে খুঁজে বেড়ায় ক্রেতা। আর ক্রেতাদের বেশিরভাগই হল পাইকার। বড় ইঞ্জিন নৌকা নিয়ে তারা বাজারে আসেন। ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কিনে ঢাকা কিংবা অন্য কোনো বড় শহরে চালান করে দেন। ভিমরুলি হাট খালের একটি মোহনায় বসে। তিন দিক থেকে তিনটি খাল এসে মিশেছে এখানে। অপেক্ষাকৃত প্রশস্ত এ মোহনায় ফলচাষিরা নৌকা বোঝাই ফল নিয়ে ক্রেতা খুঁজে বেড়ান। ভিমরুলির আশপ...