পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চার কৌশলে সর্বোচ্চ সিজিপিএ, পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন সুরাইয়া আক্তার সুমনা। সবেমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। শত প্রতিকূলতা পাড়ি দিয়েছেন। চারটি কৌশল রপ্ত করে পড়াশোনা করেছেন। কৌশলগুলো হলো, প্রচণ্ড আত্মবিশ্বাস, মনোযোগ সহকারে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ, লেকচারগুলো বাসায় নিয়মিত পড়া, কখনো পড়া জমিয়ে না রাখা। সাফল্যের স্বীকৃতি সত্যিই গর্বের, যা ভাষায় প্রকাশ করা যায় না। সে এক অন্যরকম অনুভূতি। প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ কেবল বিশ্ববিদ্যালয় জীবনই নয় বরং জীবনের একটি অনন্য অর্জন হয়ে থাকবে। বলছিলেন সুরাইয়া আক্তার সুমনা। সুরাইয়া ইংরেজি বিভাগের স্নাতকে (সম্মান) ৩.৬৩ স্নাতকোত্তরে ৩.৭৫ সর্বোচ্চ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন। কলা অনুষদেও যা ছিলো সর্বোচ্চ। পেয়েছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭। একজন আদর্শ শিক্ষক হতে চান তিনি। গবেষণায় সমাজ পরিবর্তনে বড় ভূমিকাও রাখতে চান। ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি, ২০১১ সালে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১১-১২ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। প্রথম ব্যাচের এই ছাত্রী ২০১৬ সালে আনার্স ও ২০১৭ সালে মা...