পোস্টগুলি

জুলাই, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইডেনবার্গের ব্যাটল গ্রাউন্ডে

ছবি
ইডেনবার্গের ব্যাটলগ্রাউন্ডে সারা পৃথিবী ছেড়ে তোমার কাছে ঠাঁই খোঁজা, আশ্রয় চাওয়া সেই মানুষটা কি করছে কেমন আছে,,  তোমার জানতে ইচ্ছে হয়না কখনো? কোয়ারেন্টাইনে থেকে থেকে লুডু ছেড়ে পাবজি খেলায় তো বেশ অভ্যস্ত,ব্যস্ত।  ওসবের আর সময় কোথায়!  আমি চাই কেউ একজন লুডু খেলতে ইনভাইট করুক ইনবক্সে নক দিয়ে বলুক, লুডু খেলবেন?  আচ্ছা, অ্যাপ্লিকেশন কিনে গেমটি খেলতে টিমমেটদের জন্য কি আপগ্রেড কিনেছিলে?  দীর্ঘসময় ফোনে দেখে মা কি একটুও বকাবকি করে?  প্লেনের ট্রাজেক্টরি হিসেবে ম্যাপের কোথায় ড্রপ করতে হবে সেটা ঠিকঠাক পারো তো?  প্লেন থেকে ল্যান্ড করার সাথে সাথেই অন্যান্য প্লেয়ারদের দ্বারা কুপোকাত হয়ে যাও না তো? জানো? এসব ভেবেই আমার কোয়ারেন্টাইনের ব্যস্ত সময় কেটে যাচ্ছে। আজকাল নিজেকে বড্ড ব্যাটল পয়েন্ট মনে হয় তুমি যতটা পারো দূরে গিয়ে ল্যান্ড করো। প্লেন থেকে নেমেই যদি আমার মাথায় Karabiner 98 অস্ত্রের 8X স্কোপ থেকে গুলি এসে লাগে আর হঠাৎ আমি মরে যাই সেটা কি তোমার ভালো লাগবে বলো? মাত্র তো ৫ মিনিটই পেয়েছিলাম সেই ইডেনবার্গে। এর...