আল্লাহ কি নিরপেক্ষ?

আল্লাহ কি নিরপেক্ষ,না পক্ষপাতিত্ব করেন??? ক্লাসে কিছুদিন আগে এ ব্যাপারে আলোচনা করেছি আমরা।আজ একটু যৌক্তিক ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই মোটামুটি ভাবে একটা বিষয় জানি, ছালেহীন মুসলিম উম্মত জান্নাতে যাবে আর অমুসলিম জাহান্নামে যাবে।সুতরাং বোঝা যায় যারা আল্লাহর কালিমা অনুযায়ী চলবে তারাই একমাত্র জান্নাতের অধিকারী।বাকিরা নরকের অধিবাসী।আর এখানেই তার পক্ষপাতিত্বের প্রমান।কারন আপনি তার হুকুম মোতাবেক কাজ করেননি বলে আপনাকে শাস্তি পেতে হচ্ছে।তাহলে আল্লাহকে স্বার্থপর ছাড়া আর কি বা বলা যায়?? মুসলমান যেমন মানুষ, অমুসলিম বা কাফেরও তেমন মানুষ।মুসলমানের মত তাদেরও হাত,পা,চোখ,কান মস্তিষ্ক সবই আছে।তাদের জন্ম, মৃত্যু মুসলমানের মতই হয়।তাহলে মুসলমানের স্থান উচ্চে,অমুসলমানের স্থান নিচে হবে কেন?? মুসলমান জান্নাতে যাবে আর অমুসলিম কেন জাহান্নামে নিক্ষিপ্ত হবে? একজনের নাম রহিম,আব্দুল্লাহ, রহমান তাই তারা মুসলমান।আর একজনের নাম ভানু সিং,মিল্টন,জ্যাকসন হওয়ায় তারা কাফের বা অমুসলিম।মুসলমান খাতনা করায় তারা খাতনা করায় না,মুসলমান গরুর গোসত খায় তারা খায় না------শুধু এটুকু কারনে মানুষে মানুষে এত বড় পার্থ...