পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বরিশাল বিশ্ববিদ্যালয়কে পাঠযোগ্য করতে হলে

ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় জাতীয়  পত্রিকা দৈনিক সমকালে একটি কলাম লিখেছেন।কিভাবে ঢাকাকে বাসযোগ্য করা যায় তার সুন্দর একটি প্রস্তাবনা।আমরা সাধুবাদ জানাই, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।সুশীল সমাজও নিশ্চয়ই স্যারকে সাধুবাদ জানাবে।আমরাও চাই বিশ্ববিদ্যালয়ের স্যাররা কলাম লিখুক, টকশো করুক, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরামর্শ নিতে অতিথি হিসেবে ডাকা হোক, জাতীয় সমস্যা মোকাবেলায় অবদান রাখুক।সর্বোপরি শিক্ষার্থী এবং  সম্মানিত স্যারদের ব্রান্ডিংই  বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিং।এটা বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখবে।দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। কলামটি পড়ার পরে একটি বিষয় নিয়ে চিন্তিত, কিছুটা দ্বিধান্বিত।ঢাকা নগরী নিয়ে উপাচার্য মহোদয়  যতটা ভাবছেন (কিভাবে বাসযোগ্য সুন্দর নগরী করা যায়) বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে ততটা ভাবনা আছে কিনা সে ব্যাপারে।৩ বছরেরও বেশী সময় ধরে উপাচার্য মহোদয় দায়িত্ব থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ে কতটা পরিবর্তন আসছে তাও একটু চিন্তা ফেকের করার বিষয়।এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়াশোনা উপযোগী করে তোলা যায় সেটা নিয়ে তি...