বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজের অভিযান।

শাফিকুল ইসলাম। ” দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর ” – কবির এ আরতি আজ অরণ্যে রোদন এ পরিণত হয়েছে। কেননা অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে। বৃক্ষের প্রতি মানুষের উদাসীনতায়। বৃক্ষ আমাদের পরম বন্ধু, মানুষ ও পরিবেশের জন্য এক অমূল্য সম্পদ। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই ২৫ ভাগ বনভূমি থাকা আবশ্যক। কিন্তু আমাদের রয়েছে সরকারি নিয়ন্ত্রণাধীন মাত্র ১০ ভাগ বনভূমি ‚ এবং ৭ ভাগ গ্রামেগঞ্জে সৃজিত বনভূমি । যে দেশে বনভূমি যত বেশি , সে দেশ তত বেশি সমৃদ্ধ। বাংলাদেশের বনভূমি প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য । তাই বৃক্ষ রোপণের বিকল্প নাই। গাছের সাথে মানুষের সম্পর্কটা সৃষ্টির অনাদিকাল থেকে। বোধিবৃক্ষের সাথে জড়িয়ে আছে বুদ্ধের জ্ঞান চর্চার ইতিহাস। কথিত আছে,বাল্মিকী মুনি যে দিব্যজ্ঞান লাভ করেছে তাঁর ও ধ্যান স্হলও কোন এক বৃক্ষতল। তাই জ্ঞান চর্চাস্থল বা প্রতিষ্ঠানের সাথে গাছ বা সবুজের সম্পর্ক আত্মিক। শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রিক শিক্ষা আবহ ও সুস্থ মনন তৈরীতে সহায়তা করে বৃক্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পৌণে এক দশক পার হলেও তীব্র রোদে দ...