করোনাঃ নয়া ভূ-রাজনৈতিক সমীকরণ
করোনাঃ নয়া ভূ-রাজনৈতিক সমীকরণ শফিকুল ইসলাম বিশ্বব্যাপী মানবিক বিপর্যয়ে সব দেশই পারস্পরিক ও দ্বৈত সহযোগীতা জোরদার করে। কখনও কখনও ভূ-রাজনৈতিক বিরোধীরাও একে অপরকে সহায়তা করে। ২০০৩ ও ২০১২ সালে ইরানে বিধ্বংসী ভূমিকম্পের পরে আমেরিকাও সাহায্য করেছিল। তবে করোনাভাইরাস মহামারি চলাকালীন, দু'জন অতিশয় শক্তিশালী সামেরিয়ান রাশিয়া এবং চীন ভূ-রাজনৈতিক লাভের জন্য তাদের বাহ্যিক সহায়তা ব্যবহার করছে। সাম্প্রতিক কার্যকালাপে সেসব দৃশ্যমান হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্টির মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপের পরে রাশিয়ার সরকার নয়টি বিমানে চিকিৎসা সরাঞ্জামসহ ইতালিতে শতাধিক বিশেষজ্ঞ পাঠিয়েছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নের বাজেটের চতুর্থ বৃহত্তম অনুদানকারী হয়েও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো থেকে প্রথমদিকে কোন সহায়তা না পেয়ে হতাশ হয়ে রাশিয়ায় কাছে ঘেঁষেছে। জার্মানি, ফ্রান্স এবং অস্ট্রিয়া লক্ষ লক্ষ ফেস মাস্ক ইতালিতে পাঠিয়েছে,চেক প্রজাতন্ত্র কয়েক হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক স্যুট পাঠিয়েছে। জার্মানি ব...