পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফিচার কী? একটি সুন্দর ফিচার কিভাবে লিখবেন? উপাদান, বৈশিষ্ট্য, বিষয়বস্তু ।

ছবি
শফিকুল  ইসলাম ফিচার কী ? ফিচার কি এটা জানার আগে আমাদের জানতে হবে ফিচার কী নয়।   ফিচার প্রতিদিনের হার্ড নিউজ নয়।   হার্ড নিউজে ( কে , কোথায় , কখন , কাকে , কেন , কিভাবে ) এ উপাদান গুলো উপস্থিত থাকতে হয়। আর খবরের মূল কথা শুরুতেই জানাতে হয়। ফিচার হল মানবিক আবেদনসমৃদ্ধ এক বিশেষ ধরনের রচনা যা তুচ্ছ ঘটনাকেও সুখপাঠ্য করে তোলে। এ ধরনের লেখা পাঠককে কোনো না কোনোভাবে আলোড়িত করতে সক্ষম হয় । আমরা সবসময় আমাদের চারপাশে অনেক কিছু ঘটতে দেখি। তবুও সেদিকে আমাদের মনোযোগ দেওয়া হয় নি । এ রকম ঘটনাগুলোর ওপর একটু ভালো করে খেয়াল করলেই আমরা যে কোন ফিচার সংবাদের উপাদান পেয়ে যাব . একই বিষয় নিয়ে খবর ও ফিচার উভয় ই করা যায়।তবে লেখার ভঙ্গি হবে পৃথক। খবর একটু গদ্যময় , ফিচার কাব্যিক। ফিচার লেখার ভঙ্গী খবরের মতো নিছক তথ্য ভারাক্রান্ত হবে না , সেই সাথে নানারকম আচার থাকবে যাতে নিছক তথ্যগুলো সুখপাঠ্য হয়ে উঠে।   বিশেষজ্ঞদের ভাষ্য / ফিচার কি   মিচেল ভি চার্ন...