ফিচার কী? একটি সুন্দর ফিচার কিভাবে লিখবেন? উপাদান, বৈশিষ্ট্য, বিষয়বস্তু ।



শফিকুল ইসলাম


ফিচার কী ?

ফিচার কি এটা জানার আগে আমাদের জানতে হবে ফিচার কী নয়।  ফিচার প্রতিদিনের হার্ড নিউজ নয়।  হার্ড নিউজে (কে,কোথায়,কখন,কাকে,কেন,কিভাবে) উপাদান গুলো উপস্থিত থাকতে হয়। আর খবরের মূল কথা শুরুতেই জানাতে হয়।

ফিচার হল মানবিক আবেদনসমৃদ্ধ এক বিশেষ ধরনের রচনা যা তুচ্ছ ঘটনাকেও সুখপাঠ্য করে তোলে। ধরনের লেখা পাঠককে কোনো না কোনোভাবে আলোড়িত করতে সক্ষম হয়

আমরা সবসময় আমাদের চারপাশে অনেক কিছু ঘটতে দেখি। তবুও সেদিকে আমাদের মনোযোগ দেওয়া হয় নি রকম ঘটনাগুলোর ওপর একটু ভালো করে খেয়াল করলেই আমরা যে কোন ফিচার সংবাদের উপাদান পেয়ে যাব. একই বিষয় নিয়ে খবর ফিচার উভয় করা যায়।তবে লেখার ভঙ্গি হবে পৃথক। খবর একটু গদ্যময়, ফিচার কাব্যিক। ফিচার লেখার ভঙ্গী খবরের মতো নিছক তথ্য ভারাক্রান্ত হবে না, সেই সাথে নানারকম আচার থাকবে যাতে নিছক তথ্যগুলো সুখপাঠ্য হয়ে উঠে।

 

বিশেষজ্ঞদের ভাষ্য/ ফিচার কি

 

মিচেল ভি চার্নলি তার

রিপোর্টিং বইতে বলেছেন, সেসব মানবিক আবেদন সম্পন্ন রচনাই হলো ফিচার,যার বিবরণী মানুষকে হাসাতে পারে,কাঁদাতে পারে অথবা অন্য কোন আবেগ জাগ্রত করতে পারে।

 

হেলেন এম প্যাটারসন তার writing and selling feature articles গ্রন্থে

 

বলেছেন, ফিচার হল অধ্যয়ন সাক্ষাতকারের ভিত্তিতে রচিত সংবাদের এক সম্প্রসারিত রূপ, যার লক্ষ্য হচ্ছে তথ্য পরিবেশন, শিক্ষাদান বিনোদন।

ফিচার ম্যানুয়াল বইতে খোন্দকারআলী আশরাফ বলেছেন,

ফিচার হচ্ছে এক ধরণের মাধুর্যমন্ডিত রচনা, যা পাঠকের মনে কোন না কোন আবেদন সৃষ্টি করে।

ফিচারের  প্রকারভেদ

বিভিন্ন ঘরানার বিষয় নিয়ে বিভিন্ন আঙ্গিকে ফিচার আর্টিকেল লেখা যেতে পারে |

Ø  মানবিক আবেদন (Human Interest): যেসব ফিচার স্টোরি সরাসরি মানুষের আবেগকে স্পর্শ করে সেগুলো পর্যায়ে পড়ে ধরনের ফিচার স্টোরি পড়ে মানুষ আবেগাপ্লুত হয় এই ফিচারগুলো একজন মানুষকে নিয়ে যেমন লেখা সম্ভব তেমনি একটি দল বা সম্প্রদায়কে নিয়েও লেখা যায় পথশিশুদের ইদ উদযাপনের ব্যর্থতা নিয়ে একটি ফিচার লিখলে সেটা পড়ে পাঠকের ওই শিশুদের জন্য কষ্টবোধের অনুভূতি হতে পারে আবার কোনো ব্যক্তি যদি কয়েকজন পথশিশুকে ইদ উদযাপনের ব্যবস্থা করে দেয় তাহলে সেই কাহিনী পড়ে পাঠক আনন্দিত হবেন অর্থাৎ ধরনের ফিচারগুলো পড়ে মানুষ দুঃখ বা সুখ, উভয় অনুভূতিই পেতে পারেন


Ø  প্রোফাইল (Profile): এই ধরনের ফিচারে কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে লেখা হয় বিশেষত সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ, দেশ বা পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনাচরণের ওপর আলোকপাত করা হয় এসব ফিচারে এই ফিচারগুলো পড়ে পাঠক নিজেকে সেই ব্যক্তির স্থানে কল্পনা করতে পারেন তবে মনে করা হয়, ধরনের ব্যক্তিবিশেষের ওপর করা ফিচারের ক্ষেত্রে লেখককে খুব কাছ থেকে ওই ব্যক্তির জীবন পর্যালোচনা করতে হয়।----‡h Rxeb hvw÷b Uªy‡Wvi

 



Ø  নির্দেশনামূলক (Instructional): এই ধরনের ফিচারগুলোকে বলা হয় 'হাউ টু' (how to) ফিচার পাঠককে কোনো একটি কাজ কীভাবে করতে হয় তা শেখাতে এই ধরনের ফিচার লেখা হয় বর্তমান ফিচারটিও একটি নির্দেশনামূলক ফিচার

Ø  ঐতিহাসিক (Historical): ইতিহাসে ঘটে যাওয়া কোনো ঘটনাকে পাঠকের সামনে তুলে ধরা হয় এই ফিচারগুলোতে বর্তমানের পাঠককে অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার আয়াসসাধ্য কাজটি করে থাকে ইতিহাস সম্পর্কিত সুলিখিত একটি ফিচার

------gmwj‡bi GKvj †mKvj

Ø  সাময়িক (Seasonal): বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ফিচার লেখা হয় যেগুলো অন্য সময় লিখলে তাতে পাঠকের খুব একটা কাজে আসে না যেমন- বিভিন্ন দিবসের সময় দিবসটির মাহাত্ম্য নিয়ে লেখা ফিচার আবার সমাজে হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা কোনো রোগ, সমস্যা ইত্যাদি নিয়ে লেখা ফিচারও এই প্রকারভুক্ত যেমন- শীতকালে নিপাহ ভাইরাস নিয়ে ফিচার লেখা বা সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিজনিত দুর্ঘটনা থেকে বাঁচার উপায় নিয়ে ফিচার।– K‡ivbv fvBivm 


Ø  ঘটনার পেছনের ঘটনা (Behind the Scenes): পর্দার আড়ালের অজানা গল্প নিয়েও লেখা যায় ফিচার। যেসব ঘটনা মানুষের কাছে সুবিদিত সেসব ঘটনার পেছনের ঘটনা হয়তো মানুষ জানে না যেমন- টাইটানিক (১৯৯৭) সিনেমাটি সবাই দেখেছে, সিনেমার কাহিনী অনেকেরই মুখস্ত কিন্তু এই সিনেমা বানানোর গল্প কিন্তু অনেকেই জানে না সিনেমাটি কীভাবে বানানো হয়েছিল তা নিয়ে একটি দারুণ ফিচার হতে পারে এভাবে জানা ঘটনার অজানা ইতিহাস ফিচার লেখার উপকরণ হয়ে উঠে

 

বিষয়ভিত্তিক ফিচারের  প্রকারভেদ

প্রকৃতিগত বৈশিষ্ট্য বিষয়ভিত্তিক মূল্যায়নে ফিচারকে নিম্নরূপ বিভিন্নক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে:

1)       সংবাদ ফিচার (News Feature/Featurized Report)

2)      মানবিক আবেদনমূলক প্রতিবেদন (Human Interest Story)

3)      উন্নয়নমূলক ফিচার (Development Feature)

4)      সাক্ষাতকারমূলক ফিচার (Interview-based Feature)

5)     ব্যাখ্যামূলক ফিচার (Interpretative Feature)

6)     ভ্রমণমূলক ফিচার (Travel Sketches Story)



7)       ঐতিহাসিক ফিচার (Historical Feature)

8)     ব্যবহারিক নির্দেশিকা ফিচার (Practical Guidance Feature)

9)     নিজে করি' ফিচার (Utility "How-to-do-it' Feature)

10)  জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক ফিচার (Popularized Science Feature)

11)     কৃষি বিষয়ক ফিচার (Agricultural Feature)

12)   স্বাস্থ্যবিষয়ক ফিচার (Health Related Feature)

13)  শিক্ষামূলক ফিচার (Educational Feature)

14)   খেলাধুলা ফিচার (Games and Sports Feature)

15)  বিনােদনধর্মী ফিচার (Recreational Feature)

16)  সংস্কৃতিবিষয়ক ফিচার (Cultural Feature)



17)    চলচ্চিত্রবিষয়ক ফিচার (Film Feature)

18)  ফ্যাশন ফিচার (Fashion Feature)

19)  গৃহসজ্জা ফিচার (Interior Decoration Feature)

20) ব্যক্তিত্ব চিত্রণমূলক ফিচার (Personality Feature)

21)   জীবনীমূলক ফিচার (Biographical Feature)

22)  স্বীকারােক্তিমূলক ফিচার (Confession Story)

23) আত্মকথনমূলক ফিচার (Auto-biographical Feature)

ফিচারের ছয়-ধাপ অনুচ্ছেদ বিন্যাস

 

শিরােনাম: ফিচার কাহিনিটিকে সংক্ষিপ্ত করে ২০ বা তারও কম শব্দের একটিআকর্ষণীয় শিরােনামে তা পরিবেশন করতে হবেপুরাে কাহিনির প্রতিফলন এতে রয়েছে কি না এবং তা পাঠককে কতখানি আকৃষ্ট করবে, সেসব বিবেচনায় নিয়ে শিরােনামটি লিখতে হবে

প্রথম/শীর্ষ অনুচ্ছেদ : শিরােনামে তুলে ধরা মূল বার্তাটিকে নাটকীয় আঙ্গিকে এবংআকর্ষণীয় বর্ণনায় প্রকাশ করতে হবেতবে তা ৩০ শব্দের বেশি হওয়া কাঙ্ক্ষিতনয়; ফিচারটির বিশেষ দৃষ্টিকোণ অনুযায়ী অংশে এমনভাবে তথ্য-অনুষঙ্গ তুলেধরা প্রয়ােজনযা ফিচারের বাদ-বাকি অংশ পড়তে পাঠককে উদ্বুদ্ধ করে

দ্বিতীয় অনুচ্ছেদ: সূচনা সমর্থিত তথ্যাদি একটু বিস্তৃতভাবে তুলে ধরতে হবেতথ্যের উৎস-সূত্র বা জড়িতজনের নাম উল্লেখ করতে হবে

তৃতীয় অনুচ্ছেদ: অংশে সবচেয়ে তাৎপর্যবহ আকর্ষণীয় উদ্ধৃতি ব্যবহারের মাধ্যমে ফিচারটিকে জীবন্ত করে তােলার চেষ্টা করতে হবেকাহিনি বর্ণনারক্ষেত্রে প্রথমে উদ্ধৃতি দিয়ে পরে ব্যক্তির নাম পরিচয় তুলে ধরুন

চতুর্থ অনুচ্ছেদ: বিশেষ দৃষ্টিকোণ থেকে কাহিনিকে আরও মানবিক আগ্রহসমৃদ্ধকরার অনুকূলে কার্যকর পর্যবেক্ষণলব্ধ তথ্য এই অনুচ্ছেদে দেওয়া যেতে পারে অংশেও ভালাে একটি উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে

পঞ্চম অনুচ্ছেদ অনুসন্ধানে প্রাপ্ত কাহিনি উপযােগী আনুষঙ্গিক তথ্য-অনুষঙ্গ ওপরিসংখ্যান এমনভাবে তুলে ধরতে হবে যা ফিচারের বিষয়বস্তু কাহিনিকে ওঅর্থবহ পূর্ণাঙ্গমাত্রা দান করে

ষষ্ঠ অনুচ্ছেদ: এই প্যারায় ফিচার পরিবেশনা শেষ করতে হবেতবে লেখাটি এ অনুচ্ছেদে এসে এমনভাবে শেষ করা চাই, যেন এর সূচনায় দেওয়া বক্তব্য এ অংশে এসে পূর্ণতা পায়তবে এমন আবহ তৈরি করে এর সমাপ্তি টানতে হবে,যেন কাহিনী বা গল্পটি শেষ হইয়াও হইল না শেষ বলে পাঠকমনে কিছুটা হলেও অনুরণন সৃষ্টি হয়

ফিচারের বিভিন্ন প্রকার সূচনা

বর্ণনামূলক সূচনা (Descriptive Lead)আকর্ষণীয় বর্ণনার ওপর বহুলাংশে নির্ভর করে ফিচারের সাফল্য ভ্রমণ ওঅভিজ্ঞতামূলক ফিচারের ক্ষেত্রে বর্ণনামূলক ফিচার সূচনা অত্যন্ত কার্যকর

উদাহরণ:খােরাসান ইরানের বৃহত্তম প্রদেশ তার রাজধানী হচে্ছ মাশহাদ সেখান থেকে ত্রিশ কিলােমিটার দূরে তুস্ নগরী আজ অবশ্য ফেরদৌসী নামেই পরিচিত

সম্মোধমূলক সূচনা (Direct Address Lead) ফিচারে নাটকীয়তা ফুটিয়ে তােলার জন্য সম্মোধমূলক সূচনা বেশকার্যকর

উদাহরণ: 'আর বলবেন না ভাই! সেই কখন লাইনে দাঁড়িয়ে এখনােকাছে ঘেঁষতে পারিনি হতাশ কণ্ঠে বলছিলেন এক ভদ্রলােক চাকরি করেন সচিবালয়ে তখন ঘড়িতে নয়টা বেজে গেছে লাইনে দাঁড়িয়েছিলেন শনিবার সকাল আটটায় সপ্তাহের প্রথম দিন, তাই কাউন্টারের কাছে যেতে পারেননি ওদিকে অফিসের সময় হয়েএসেছে

'প্রশ্নমূলক সূচনা (Question Lead)পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য প্রশ্নমূলক সূচনা বেশ ফলপ্রসূ হতেপারে আবার দ্বিধা, শঙ্কা, অনিশ্চয়তা দূর করার কৌশল হিসেবেওপ্রশ্নমূলক সূচনার কোনাে জুড়ি নেই

উদাহরণ:ব্লাড ক্যান্সারের রােগীকে কি বাঁচিয়ে রাখা সম্ভব? এইরােগের কি কোনাে প্রতিষেধক নেই? মানুষের মনে জাতীয় প্রশ্নেরইতি টেনে আমেরিকান এক বিজ্ঞানী ক্যান্সার চিকিৎসার এক কার্যকর ঔষধ আবিষ্কার করেছেন

'উদ্ধৃতিমূলক সূচনা (Quotation Lead) বক্তব্যের আকর্ষণীয় অংশ সুবিধামতাে সূত্র-উৎসের উদ্ধৃতির মধ্য দিয়েউপস্থাপন করা যেতে পারে উদাহরণ: ‘আমার বয়স যখন মাত্র দশ, তখন বাবা আমাকে বিয়েদেন তখন আমার কাছে বিয়েকে মনে হতাে এক দুর্বিষহ যন্ত্রণাবানেছা বেগম এভাবে তার অতীত জীবনের স্মৃতিচারণ করছিলেন

'অনুমান-নির্ভর সূচনা (Prediction Lead) উৎস- -সূত্রের জবানীতে যখন অনুমান নির্ভর একাধিক বক্তব্য প্রকাশ পায়, সেক্ষেত্রে এরূপ সূচনা করা যেতে পারে

উদাহরণ:শীতের তীব্রতাই বৃদ্ধ রহিমের মৃত্যুর প্রধান কারণ বলে চিকিৎসকের ধারণা অবশ্য অশীতিপর রহিম বেশ কয়েক মাস যাবৎ বার্ধক্যজনিত রােগে আক্রান্ত হয়েছিল - কথা সবাই জানে

চাঞ্চল্যকর সূচনা (Surprising Lead)অদ্ভুত বা চাঞ্চল্যকর ঘটনার বস্তুনিষ্ঠ বক্তব্য দিয়ে চাঞ্চল্যকর সূচনাপরিবেশন করা যেতে পারে

উদাহরণ:সাড়ে তিন বছরের মামুন পানিতে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকতে পারে ময়মনসিংহের ভালুকায় শিবপুর গ্রামের ঘটনাটি এলাকায় দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে

নাটকীয় সূচনা (Dramatic Lead):বক্তব্যের সূচনাতেই বিষয়বস্তু বা বক্তব্যকে আকর্ষণীয় করে তুলতেনাটকীয় সূচনার অবতারণা করা যেতে পারে

উদাহরণ: 'নাম জিজ্ঞেস করতেই চটপট উত্তর, “নিলুফার আখতার বয়স দশ কিংবা এগার পরনে ছিটের ফ্রক,তেলহীন রুক্ষচুল চুলে গােলাপি ফিতা জিজ্ঞেস করলাম, পড়াশুনা করাে? মাথাদুলিয়ে বলল, হ্যা কোথায়? বেরাকের (ব্র্যাক) স্কুলে

ফার্স্ট পার্সন লিড (First Person Lead) বিশেষ বিশেষ মুহূর্তকে বা কোনাে ঐতিহাসিক ঘটনাকে যিনি প্রত্যক্ষ করেছেন কিংবা ঘটনা বা কালের সাক্ষী হিসেবে তার বক্তব্য বর্তমানে অত্যন্ত গুরুত্ববহ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, অনুরূপক্ষেত্রে নিজ জবানীতে ফাস্ট পার্সন লিড করা যেতে পারে

উদাহরণ: দিনটি ছিল ১৯৫২-এর ২১ ফেব্রুয়ারি আমি তখন ঢাকাবিশ্ববিদ্যালয়ের বাংলা শেষ বর্ষের ছাত্র ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করা হয়েছে একটা থমথমে অবস্থা তা সত্ত্বেও আমি বিশ্ববিদ্যালয়েরআমতলায় সবার আগে পৌছে গেলাম মাতৃভাষা দিবসে স্মৃতিচারণকরতে গিয়ে স্বীয় অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন ভাষা সৈনিক

ফিচার লেখার ফর্মুলা

Writing and Selling Feature Articles গ্রন্থের লেখক Hellen M Patterson-- ফর্মুলাটি সংক্ষেপে নিম্নরূপ :

ক) Catch the eye : ফিচারের শুরুটা এমন হওয়া চাই, যেখানে যথার্থ শব্দ-ছবির আকর্ষণীয় শিরােনামে পাঠককে প্রলুব্ধ করা যাবে। ফিচার লেখকের লক্ষ্য হতে হবে, প্রথম দৃষ্টিতেই পাঠকের সঙ্গে ভাব তৈরির চেষ্টা করা।

খ) Hold the attention : শিরােনাম পড়েই যাতে পাঠক দৃষ্টি ফিরিয়ে না নেন,সেকথা মনে রেখেই ফিচারের শুরুটা সাজাতে হবে। এমন একটি সূচনার আবহ তৈরি করতে হবে, যাতে করে পাঠকের আকৃষ্ট মনােযােগকে ধরে রাখা যায় এবং পাঠক যেন পরের অংশ পড়ার জন্য আগ্রহী হয়ে ওঠে।



গ) Arouse interest : ফিচারের সূচনা সফল হলে, সে সূচনার রেশ ধরেফিচারটির বিশেষ দৃষ্টিকোণ সম্পর্কে পাঠক ধারণা পাবে। আর সেভাবেইপাঠক ফিচারটির বক্তব্য কী এবং তা থেকে তিনি কী পেতে পারেন, তারএকটা ধারণা নিয়ে তিনি পরবর্তী অংশ পাঠে কৌতূহলী হয়ে উঠবেন। তাইফিচার লেখককে সে কথা মনে রেখেই পাঠকের আগ্রহবৃদ্ধির অনুকূল তথ্য-উপকরণ ও মানবিক আবেদনের মাল-মশলা সম্পৃক্ত করতে হবে।

ঘ) Gain confidence; ফিচারের অবয়বে আকর্ষণীয় তথ্য, পরিসংখ্যান,প্রাসঙ্গিক কেস স্টাডি ও সাক্ষাঙ্কারের সমন্বয়ে পাঠককে একটি বিশ্বাসযােগ্যও পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, ফিচারটিপড়ে যেন পাঠক নির্দিষ্ট একটি বিষয়ে সঠিক তথ্য ও ধারণার পাশাপাশিএকটা দিক-নির্দেশনা লাভ করতে পারেন। পাশাপাশি, কিছুটা বিনােদনেরখােরাক এবং সর্বোপরি ফিচারটি পড়ে পাঠক যেন লেখাটি ও লেখকের প্রতিআস্থাবান হতে পারেন।

ঙ) Convince the reader : প্রতিবেদনের মূল বক্তব্য অত্যন্ত স্পষ্ট ও জোরালাে হওয়া প্রয়ােজন। ফিচারের সূচনা, বিস্তার এবং সমাপ্তির মধ্যে একটি সমন্বিত ও পরিপূরক বক্তব্য থাকা উচিত। পাঠককে বুঝিয়ে দিতে হবে, তিনি যা পড়লেন তার পুরােটাই সঠিক। এতে করে ফিচারটি পড়ে পাঠক একটি সুপাঠ্য, দিক-নির্দেশনামূলক ও স্বচ্ছ ধারণা পাবেন। আর এই কাজটি ফিচার লেখক পরিকল্পিতভাবে সম্পন্ন করতে পারলে, তিনি যেমনপা ঠকের মন জয় করতে পারবেন, তেমনি পাঠকের কাক্ষিত আচরণ তথা সমর্থন তিনি সহজেই কাজে লাগাতে পারবেন।

চ) Test the outline: লেখাটি যতটা পাঠকপ্রিয় হবে বলে আশা করছেন,লেখাটি সত্যিকারভাবে ততটা মানসম্মত হয়েছে কি? মনে হতে পারে,লেখাটির কোথায় যেন পুরােপুরি প্রাণ পায়নি; কিংবা এর কোথাও যেনকিছুটা অপূর্ণতা রয়ে গেছে। এমতাবস্থায় বারবার পড়তে হবে এবংশব্দচয়নে, বাক্য গঠনে, সূচনায় ও সমাপ্তিতে কিছুটা কাটছাট প্রয়ােজন হলেতা করতে হবে । সরল ভাষা ও শব্দগত কিছুটা মাল-মশলা সংযােজন ওবিয়ােজন করে লেখাটি আরেকটু ঢেলে সাজাতে হতে পারে। লেখকেরউদ্দেশে বলছি, লেখাটি আবার পড়ন, আবার যাচাই করুন এবং শব্দে, বাক্যেও ভাববিন্যাসে নানামাত্রায় বৈচিত্র্য এনে লেখাটিকে আরও সুপাঠ্য করারচেষ্টা করুন।










 



 




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চার কৌশলে সর্বোচ্চ সিজিপিএ, পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

কবে জুতা মুক্ত হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার?