বরগুনার আশা জসীম উদ্দিনের ‘হোপ বরগুনা’

শফিকুল ইসলাম করোনাভাইরাসের আক্রমণে মানবেতর জীবনযাপন করছেন হাজার, হাজার মানুষ। এমনদের সহযোগিতার জন্য দেশের দক্ষিণের নদীনির্ভর জেলা বরগুনায় গড়ে উঠেছে ‘হোপ বরগুনা’। এই মানবিক প্লাটফর্ম জেলা শহরের অলি, গলিতে অসহায় মানুষের দ্বারে সহয়তা পৌঁছে দিয়েছেন। তারা একঝাঁক উদ্যমী তরুণ, তরুণী। ৫ হাজার ৮শ ৮৫ টি পরিবারের ২৯ হাজার ৯শ ২৫ জন অসহায়কে খাদ্য সাহায্য, শিশু, গর্ভবতী নারীদের পুষ্টিকর খাবার, অস্বচ্ছল পরিবারের কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সুরক্ষা সামগ্রী, রমজানে ইফতার, বয়ষ্কদের চিকিৎসা সহায়তায় অর্থ, পথ কুকুরদের রান্না করা খাবার বিতরণসহ ১১টি প্রকল্পে সহায়তা কার্যক্রম চালিয়েছেন একটানা ৯১ দিন।আর মানবিক এই কাজের নেপথ্যের নায়ক বরগুনার সন্তান, গণমাধ্যমকর্মী জসীম উদ্দিন ।