শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর সন্ত্রাস বাড়ছে?

শফিকুল ইসলাম। নিউজিল্যান্ডকে বলা হয় শান্তির স্বর্গোদ্যান । গত সপ্তাহে নিউজিল্যান্ডের ক্রাস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলায় ৫ জন বাংলাদেশিসহ ৫০ জন নিহত হয়েছে । ‘ ব্রেন্টন ট্যারেন্ট ’ নামক একজন শ্বেতাঙ্গ উগ্র ও ডানপন্থী অস্ট্রেলিয় নাগরিক সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডটি ঘটান। ব্রেন্টন ট্যারেন্ট আল নূর মসজিদে হামলার সময় তার হেলমেটে বসানো ছিল ক্যামেরা । যা দিয়ে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল এই হামলা । এই হামলার পূর্বাভাস হিসেবে তিনি " ব্যাপক প্রতিস্থাপন " ("The Great Replacement") শিরোনামে একটি ৭৩ পৃষ্ঠার ইশতেহার পোস্ট করেন । " ব্যাপক প্রতিস্থাপন " হচ্ছে শ্বেতাঙ্গ গণহত্যা ষড়যন্ত্র তত্ত্ব ও এর ফরাসী প্রকরণের একটি সূত্র । হামলাকারী একজন ইসলাম - বিদ্বেষী ব্যক্তি । এই ইস্তাহারে বিভিন্ন মুসলিম বিরোধী এবং অভিবাসন বিরোধী অনুভূতির প্রকাশ পাওয়া যায় । অভিবাসীদের বিরুদ্ধে কটূক্তি , শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী অলঙ্করণ , এবং শ্বেতাঙ্গ জাতির রক্ষার জন্য রাষ্ট্রে আক্রমণকারী মুসলিমদের হত্যা করার আহ্বানও ছিল । যা থেক...